সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দাম স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক কমালো সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারের এ পদক্ষেপ। রোববার সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অনলাইনে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন। একটা নীতিমালার মাধ্যমে যাচাই-বাছাই করে চাল আমদানির অনুমতি দেবে খাদ্য মন্ত্রণালয়। নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির অনুমতি দেওয়া হবে বলে মন্ত্রী জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানি শুল্ক কমানোর অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জানুয়ারি মধ্যে আবেদন জমা নিয়ে এরপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কাকে কতটুকু আমদানির অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লাসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English