সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দিল্লির প্রথম না মুম্বাইর পাঁচ?

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

১৯ সেপ্টেম্বর শুরু। এরপর প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে রোমাঞ্চ ছড়ানো জমাটি লড়াই। রুদ্ধশ্বাস আর হৃদয় কাপুনি সব ম্যাচের পর আইপিএল এখন শেষের পথে। আট দলের দারুণ লড়াইয়ে বুঁদ ছিল গোটা আইপিএল। এবার অপেক্ষা ফাইনালের জন্য। শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।

কোন দল হাসবে শেষ হাসি? মুম্বাই না দিল্লি। ফাইনালের আগে কোটি টাকার প্রশ্ন। ধারেভারে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের পাঁচবার ফাইনাল খেলা মুম্বাই শিরোপা জিতেছে চারবার। সেখানে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে দিল্লি। দিল্লির জন্য ব্যাপারটি আন্ডারডগের মতো। আর মুম্বাইর কাছে আধিপত্য ধরে রাখার মিশন।

ফাইনালের আগে মুম্বাই ইন্ডিয়ান্স একটি পরিসংখ্যান থেকে যথেষ্ট অনুপ্রেরণা নিতে পারে। আর সেটা হলো চলতি আইপিএলে দিল্লির কাছে এখনো হারের স্বাদ নেয়নি মুম্বাই। তিনবারের মুখোমুখিতে তিনটিতেই জয়। ফাইনাল নিয়ে চারবার মুখোমুখি হবে দলটি।
রাউন্ড রবিন লিগের দুটি ম্যাচের পর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও দিল্লি। যেখানে দিল্লিকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মুম্বাই। মুম্বাইর ২০০ রানের জবাবে দিল্লি করতে পেরেছিল ১৪৩ রান। মঙ্গলবারের ফাইনালটা দিল্লির জন্য যেমন শিরোপা জয়ের উপলক্ষ্য, তেমনি চরম প্রতিশোধের মিশনও।

মুম্বাই ফাইনালে এগিয়ে থাকলেও দিল্লিকে বাতিলের খাতায় ফেলে দেয়াটা বোকামিই। চলতি আইপিএলটা তাদের পথচলা রোলার কোস্টারের মতো। কখনও ওপরে, কখনও নীচে। সত্যিই তাই। আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের। সুপার ওভারে জেতা সেই ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল শ্রেয়াস আয়ারদের। প্রথম ৬টা ম্যাচের মধ্যে ৫টিতেই জয়।

শুরুর এই সাফল্য ধাক্কা খায় মুম্বাইয়ের কাছে। লিগের দুটো ম্যাচেই তাদের কাছে হারতে হয়েছে দিল্লিকে। তারপরও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে লিগের খেলা শেষ করে দিল্লি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল মুম্বাই। প্লে অফ নিশ্চিত করা বাকি দুই দল বেঙ্গালুরু ও হায়দরাবাদের পয়েন্ট ছিল সমান ১৪।
প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দিল্লি দ্বিতীয় কোয়ালিফায়ারে চমক দেখায়। যেখানে হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে টিকিট পায় ফাইনালের।

ফাইনালের দিল্লির ব্যাট হাতে ভরসা টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শিখর ধাওয়ান, স্টয়নিস ও অধিনায়ক আয়ার। এরই মধ%E

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English