রাজশাহীতে প্রায় দুই কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বেলা ২টার দিকে গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫–এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রবিজুল ইসলাম (৫০)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিউ ইসলামপুর গ্রামে।
র্যাব-৫ বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার বেলা ২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রামনগর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রবিজুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি কাপড়ের থলের মধ্যে রাখা ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই হেরোইনের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এ ছাড়া এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিজুল মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, হেরোইন জব্দের ঘটনায় র্যাব বাদী হয়ে রবিজুলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। র্যাব রবিজুলকে বুধবার বেলা ৩টায় থানায় হস্তান্তর করেছে।