বাংলাদেশে জাতির পিতার শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ দুটিতে সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে পুরোদমে আবারও কার্যক্রম চালু হবে।
একই কথা জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা।