রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নেবে দুদক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সচিব দিলোয়ার বখত।

বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ই ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে দুদক সচিব বলেন, পৃথিবীর সব দেশ আজ একসঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত হয়। যার ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।

দিলোয়ার বখ্ত আরো বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের ধরতে দুদককে আরও আধুনিকায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English