রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দূষণমুক্ত শহর বানাচ্ছে সৌদি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

কোনো গাড়ি নেই, রাস্তা নেই। স্বাভাবিকভাবেই থাকবে না দূষণও। এমনই এক শহর তৈরি করতে চলেছে সৌদি আরব।

রোববার সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের এ ঘোষণার পরেই বিশ্বজুড়ে এই শহর নিয়ে কৌতুহল তুঙ্গে। প্রায় ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হবে এই শহর। লোকসংখ্যা হবে ১০ লাখের মতো। আনন্দবাজার, এএফপি।

২০১৭ সালে সৌদি সরকার ‘নিয়োম’ প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পেই নতুন শহর তৈরির ঘোষণা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই প্রকল্প এতকাল দিনের আলো দেখেনি।

তবে এবার শুরু হচ্ছে নির্মাণ কাজ। সালমান ঘোষণা করেছেন, ‘নিয়োম’ প্রকল্পের অধীনে সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তটবর্তী এলাকায় গড়ে উঠবে এই ‘ভবিষ্যতের শহর’।

তিনি বলেন, ‘শহরে থাকবে না কোনো যানবাহন, কোনো রাস্তা এবং কোনো কার্বন নির্গমন।’ অর্থাৎ গড়ে তোলা হবে প্রাকৃতিক পরিবেশে দূষণহীন এক শহর।

শহরের নাম দেওয়া হয়েছে ‘দ্য লাইন’। সালমান বলেন, ‘গতানুগতিক শহরের ধারণাকে পালটে আমাদের উচিত ভবিষ্যতের কথা ভাবা।’ আর সেই ভবিষ্যতের ভাবনাতেই দূষণমুক্ত শহর তৈরির উদ্যোগ। মার্চ মাস থেকেই শুরু হচ্ছে নির্মাণ, জানিয়েছেন সৌদি যুবরাজ।

কিন্তু প্রশ্ন হল, কোনো গাড়ি না চললে মানুষ যাতায়াত করবেন কিভাবে। সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ২০ মিনিটের বেশি সময় লাগবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই শহরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English