রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দেশের বেকারত্ব দূর করতে অসামান্য অবদান রেখেছেন এম এ হাসেম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৫ জন নিউজটি পড়েছেন

দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি প্রয়াত এম এ হাসেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের শিল্প বিকাশে অনুকরণীয় হয়ে থাকবেন প্রয়াত এম এ হাসেম। তিনি ব্যাংক, বীমা, আবাসন, পার্টিকেল বোর্ড, আমদানি-রপ্তানি, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিভাগের শিল্প বিকাশে দেশের সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বেকারত্ব দূর করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। পাশাপাশি দেশের হত দরিদ্র মানুষের জন্য তার মানবিক উদ্যোগগুলো অম্লান হয়ে থাকবে। এম এ হাসেম-এর মৃত্যুতে দেশের শিল্প-উন্নয়নে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পপতি এমএ হাসেম-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English