সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দেশের মাটিতে পাকিস্তানের সিরিজ জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

৫ উইকেট ও ১৬ রান সংগ্রহ করা ইফতেখার আহমেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এর আগে প্রথম ম্যাচে ২৬ রানে জয় পায় পাকিস্তান।

জিম্বাবুয়ে একাদশ : ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো, চার্ল মুম্বা, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।

পাকিস্তান একাদশ : আবিদ আলি, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম,মোহাম্মদ মুসা, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English