শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর, নারীর ৭৪ দশমিক ৫ বছর। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ৪২ লাখ। নারী আট কোটি ৪০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান ভবন মিলনায়তনে ২০২০ সালের জরিপের ফলাফল প্রকাশ করে পরিসংখ্যানটা ব্যুরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম। জরিপের ফল প্রকাশ করেন প্রকল্প পরিচালক আশরাফুল হক।

২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর, আর ২০১৮ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর বলে অনুষ্ঠানে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English