দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য এসব উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামেয়া হাজী আক্রম আলী দাখিল মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
তিনিও আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল কলেজের পাশাপাশি আলিয়া মাদরাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।]
শেষে মন্ত্রী পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমড়িয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন।