শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬৬

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২ হাজার ৭৬৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৫৯১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের।

এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে একজন।বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের দুইজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ছয়জন ও ৬০ বছরের বেশি ২২ জন।

সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে দুইজন, ময়মনসিংহে দুইজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English