শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দেড় দশকের রেকর্ড ভেঙে শিরিন আক্তারের স্বর্ণ জয়

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
দেড় দশকের রেকর্ড ভেঙে শিরিন আক্তারের স্বর্ণ জয়

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন শিরিন আক্তার । ২০০৬ সালে বিউটি আক্তারের করা রেকর্ডটি ভাঙলেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১৫ বছর আগের রেকর্ডটি ছিল ২৪.৩০ সেকেন্ড। রোববার শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।

এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪.৫০ সেকেন্ড। এছাড়া বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

নতুন রেকর্ড গড়ে শিরিন আক্তার বলেছেন, ‘অনেক ভালো লাগছে। বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম।’ ১০০ ও ২০০ মিটারে নিয়মিত সাফল্যের পাওয়ার পেছনে রহস্য জানিয়েছেন শিরিন।

‘কারোর একার প্রচেষ্টায় সাফল্য আসে না। এজন্য অনেকেরই অবদান আছে। বিওএ, নৌবাহিনী, বিকেএসপি, ফেডারেশন এমনকি সাংবাদিকদের লেখনীও। আমি কঠোর পরিশ্রম করেছি বলেই সাফল্য আসছে। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English