সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দ্বিতীয় দফা সংক্রমণে করোনায় আক্রান্ত বহু প্রবাসী বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাস প্রথম দফায় খুব বেশি সংখ্যক বাংলাদেশি আক্রান্ত না হলেও দ্বিতীয় দফায় অনেকে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শওকত আলী নামে একজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তবে করোনায় আক্রান্ত অধিকাংশ প্রবাসী বাংলাদেশি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রিয়া সরকার দ্বিতীয় দফায় লকডাউন দিয়েছে। এ লকডাউন চলবে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত। লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। অস্ট্রিয়ার সরকার জনসাধারণকে প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন। লকডাউন অমান্য করলে ১৪৫০ ইউরো জরিমানা করা হবে।

এদিকে ডিসেম্বরে বড়দিন এবং নববর্ষ এবার ঘরোয়াভাবে উদযাপন করতে যাচ্ছে অস্ট্রিয়ার জনগণ। ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, বড়দিন এবং নববর্ষ উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো হবে না। এছাড়া সব রেষ্টুরেন্ট, বার ও ডিস্কো বন্ধ থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English