রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুব আন্দোলনের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। মঙ্গলবার সকালে জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, সরকার দলীয় যৌনসন্ত্রাসীদের উপুর্যুপরি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা যখন দেশবাসীকে বিব্রত করছে তখনই তলাবিহীন সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে সাধারণ জনতার সাথে তামাশা শুরু করছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে এ সরকার দেশের উপরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এসব ঘটনা ভোটবিহীন অবৈধ সরকারের গোমর খুলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আতিকুর রহমান আরো বলেন, সরকার দলীয় এমপি মন্ত্রীদের অশ্লীলতার ভিডিও এখন জনগণের হাতে হাতে ঘুরছে, জাতি হিসেবে আমরা লজ্জিত। এ সরকারের লজ্জা হওয়া উচিত।

নগর সভাপতি মুফতি আবু তালহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুবনেতা মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, ইলিয়াস হুসাইন, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, জানে আলম সোহেল, মাওলানা আল আমীন এহসান, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, আল আমীন সোহাগ, মুফতী শওকত ওসমান প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English