সেপ্টেম্বরের শুরুতে দুই টেস্ট অথবা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে আসার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আইপিএলের কারণে ওই সিরিজের পুরোটা হওয়া সম্ভব নয়। কারণ দুই দেশের ক্রিকেটারই আইপিএলে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
তারপরও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশা করছে আইপিএলের আগে স্থগিত হয়ে যাওয়া ওই সিরিজের আংশিক হলেও আয়োজন করতে পারবে তারা। সিরিজটি এর আগে জুলাই-আগস্ট শুরু হওয়ার কথা ছিল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ বলেন, ‘আমরা আশা করছি, দক্ষিণ আফ্রিকা অন্তত টেস্ট কিংবা টি-২০ সিরিজটা খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে আসবে। সবটা নির্ভর করছে আইপিএলের চূড়ান্ত সূচির ওপর।’
আইপিএলের সময় টেস্ট সিরিজের সম্ভাবনা নিয়ে ওই কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট দলের কোন ক্রিকেটার আইপিএলে খেলবেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অনেকে আইপিএলে খেলবেন। আইপিএল চলাকালীন তাই টেস্ট সিরিজ আয়োজন সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সেটা আমাদের এরই মধ্যে জানিয়ে দিয়েছে। কারণ প্রোটিয়া বোর্ড তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দেবে।’
ওয়েস্ট ইন্ডিজ আইপিএলের আগে সিরিজের একটা অংশ আয়োজন করার কথা চিন্তা করলেও বাস্তবতা কঠিন। কারণ আগামী ৩ আগস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। টি-২০ এই আসরের ফাইনাল হবে ১০ সেপ্টেম্বর। এরপর আইপিএলের সম্ভাব্য সূচি পাওয়া গেছে ১৯ সেপ্টেম্বর। সিপিএল ও আইপিএলের মাঝে সময় থাকে মাত্র আট দিন। এর মধ্যে সংক্ষিপ্ত করে হলেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কঠিন।