মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি, রংপুরে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৩ জন নিউজটি পড়েছেন

রংপুরে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ ও মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নকল মাস্ক, নকল হ্যান্ড স্যানিটাইজারসহ অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে ৯ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও র‌্যাব-১৩ এর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ওষুধ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানে সাধারণ মানুষ হয়রানি, প্রতারিত হচ্ছে, আমরা সেসব খাতকে চিহ্নিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English