প্রতিবেশী মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশটির সার্বিক পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাছাড়া, আমরা মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছি। এছাড়া মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের আটক করে ১ ফেব্রুয়ারী, সোমবার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। দক্ষিণ এশিয়ার দেশটিতে বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এ ঘটনা ঘটল।
মিয়ানমারে সামরিক অভুত্থান এবং অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া ভারতও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে।