রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

নতুন প্রেমে তাপসী পান্নু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

নতুন ‘রোমান্টিক সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বুধবার (২৭ জানুয়ারি) রাতে অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দিয়েছেন। নতুন ‘রোমান্টিক সঙ্গী’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।

ছবিতে ক্রিকেট ব্যাট হাতে দেখা যাচ্ছে তাপসীকে। ক্রিকেট খেলা শিখছেন তা স্পষ্ট। তা হলে রোমান্স কোথায়? তাপসী লিখেছেন, ‘ব্যাট-বলের সঙ্গে রোমান্স শুরু হলো।’

জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী। সিনেমার নাম ‘সাবাস মিথু’। এতে মিতালীর চরিত্রে দেখা যাবে তাপসীকে। বুধবার থেকে শুরু হয়েছে তার মিতালী হয়ে ওঠার প্রশিক্ষণ। চলছে ব্যাটে-বলে জোর প্র্যাকটিস। প্রথম পরিচয়েই ক্রিকেট ব্যাটের সঙ্গে যে বেশ ভাব জমিয়ে ফেলেছেন, তা জানিয়েছেন তাপসীই। টুইটারে লিখেছেন, ‘একসঙ্গে এখনো অনেক দূর যাওয়া বাকি। তবে শুরুটা যদি ভাল হয়, তা হলেই অর্ধেক কাজ হয়ে যায়।’
তাপসী ২০১৯ সালে মিতালীর বায়োপিক ‘সাবাস মিথু’-র ঘোষণা দিয়েছিলেন। করোনা না আসলে এ বছর ৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এক বছর আগে প্রকাশ হওয়া সিনেমার পোস্টার সেই তথ্য দিচ্ছে। কিন্তু ২০২০-র মার্চ মাসে দেশজুড়ে ঘোষণা করা হয় লকডাউন। বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং।

বুধবার যে ছবিটি তাপসী সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেখানে নীল রঙের জার্সিতে দেখা যাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে তাপসী লিখেছেন, ‘আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে এই ছবি’। গত বছর ২৯ জানুয়ারি ‘সাবাস মিথু’-র পোস্টার প্রকাশ করেছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন শাহরুখ খানের ‘রইস’ খ্যাত পরিচালক রাহুল ঢোলাকিয়া। প্রসঙ্গত, গুজরাত দাঙ্গার পটভূমিতে তৈরি ‘পরজানিয়া’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English