সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নতুন বছরে কিমের চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

নতুন বছর উপলক্ষে উত্তর কোরিয়ার জনগণের উদ্দেশে চিঠি লিখেছেন দেশটির নেতা কিম জং-উন। চিঠিতে কিম জং-উন বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার এই তথ্য জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।

নতুন বছর উপলক্ষে কিম জং-উন তাঁর বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেছেন। অতীতের মতো এবারের নববর্ষে তিনি ভাষণ দেবেন কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত এখন পর্যন্ত কিম জং-উন দেননি।

কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি সমর্থনের জন্য দেশটির জনগণকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন কিম জং-উন।

উত্তর কোরিয়ার নেতা লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, সে জন্য নতুন যুগ আগেভাগে বয়ে আনতে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধসহ নানান কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতি আরও চাপে পড়েছে।

উত্তর কোরিয়ার দাবি, তাদের দেশে এখন পর্যন্ত কারও করোনা হয়নি। তবে উত্তর কোরিয়ার এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English