বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নন্দীগ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে কতিপয় ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিরল। নন্দীগ্রাম থানা পুলিশ গোপনে বিষয়টি জানতে পারে। এরপর থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোকপাল গ্রামের আবু জাফরের ছেলে ইউনুস আলী (৩৩) ও শফিকুল ইসলামকে (২৮) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। তবে সময় অন্যরা পালিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্ততি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।