যৌন হয়রানির অভিযোগ উড়িয়ে নাইকিকে এবার এক হাত নিয়েছেন নেইমার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লম্বা এক পোস্ট দিয়ে ব্রাজিলিয়ান এই তারকা জানিয়েছেন, নিজেদের দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই ওই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে। তাদের কর্মীকে যৌন হয়রানির এই অভিযোগ ‘সর্বৈব মিথ্যা’। আর এভাবে চুক্তি ভেঙে নাইকি অন্যায় করেছে বলেও মনে করছেন পিএসজি তারকা।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত হয় যে, ২০১৬ সালে নিউইয়র্কে নাইকির এক অনুষ্ঠানে গিয়ে হোটেলে নিজ কামরায় প্রতিষ্ঠানটির এক নারীকর্মীকে যৌন হয়রানি করেন নেইমার। সেই অভিযোগে ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে গত বছর চুক্তি বাতিল করে নাইকি। তাদের আরও অভিযোগ ছিল, নেইমার নাকি তদন্তে সহযোগিতা করেননি। ওই নারীকর্মী প্রতিষ্ঠানটির কাছে যৌন হেনস্তার প্রমাণও দিয়েছিলেন। ২০১৬ সালে এই ঘটনা ঘটলেও সেই কর্মী প্রথমে এই ঘটনা জানাননি, ২০১৮ সালে এ নিয়ে অভিযোগ করেন।
কোপা আমেরিকা উপলক্ষে এখন রিও ডি জেনেরিওতে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন নেইমার। সেখান থেকে ইনস্টাগ্রামে প্রতিবাদ করে তিনি লেখেন, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। ওই ব্যক্তির সঙ্গে এমন কোনো সম্পর্ক আমার কখনোই ছিল না। তার সঙ্গে আমার কথাই হয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারি না, কাগজপত্র দ্বারা সমর্থনযোগ্য একটি ব্যবসায়িক সম্পর্ককে একটি পেশাদার প্রতিষ্ঠান কীভাবে নষ্ট করতে পারে! ১৩ বছর বয়েসে প্রথম চুক্তি করার সময় থেকে আমি শুনে এসেছি, চুক্তির ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। সেই নিয়ম কোম্পানি ভেঙেছে। আমি তদন্তে সহযোগিতা করিনি, এই তথ্য পুরোপুরি মিথ্যা।’