রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

না’গঞ্জ আ’লীগ অফিসে বোমা হামলার ঘটনার সাক্ষ্য দিতে আদালতে শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান৷

সোমবার বেলা পৌনে ২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে চত্বরে আসেন সরকার দলীয় এই সাংসদ৷ পরে তিনি জেলা আদালতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকনের কক্ষে যান৷ কিছুক্ষণ পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বোমা হামলার মামলায় সাক্ষী দেবেন তিনি৷

২০০১ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ১৬ জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার এ ঘটনা ঘটে। ওই দিন রাত পৌণে ৮টার দিকে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান তার কর্মীদের সাথে রাজনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলেন। ঠিক সে সময়ই ঘটে বোমা হামলার ঘটনা। হামলায় ২০ নেতাকর্মী প্রাণ হারান। শামীম ওসমানসহ আহত হন কমপক্ষে অর্ধশত নেতাকর্মী। পঙ্গুত্ব বরণ করেন অনেকে।

এ ঘটনায় তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা দুটি মামলা করেন। মামলার সাতবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। আওয়ামী লীগ টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও এখন পর্যন্ত মামলার বিচার কার্য শেষ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English