টাঙ্গাইলের নাগরপুরে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়েছে। এ পর্যন্ত উপজেলায় আজ ১০জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার মধ্য দিয়ে ৬২ জন সুস্থ হয়েছেন। যা মোট আক্রান্তের ৯২ শতাংশের বেশি। উপজেলায় এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চারজন চিকিৎসাধীন আছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য মতে দেখা গেছে, গত ১২ এপ্রিল উপজেলায় সর্বপ্রথম একজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১৩৩ দিনের ব্যবধানে অর্থাৎ ২৫ আগস্ট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ জনে ছাড়ায়। এ সময় সুস্থ্যতার হার ছিল ৭৭ শতাংশের বেশি। গত বুধবার উপজেলায় করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১৪। সে সময় সুস্থতার হার ছিল ৭৭ দশমিক ৬১ শতাংশ। গতকাল পর্যন্ত উপজেলায় ১৪ জনের শরীরে করোনাভাইরাসের জীবানু থাকায় তারা চিকিৎসাধীন ছিল। এর মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্য মতে সুস্থ হয়েছেন আরো ১০ জন। যা শতকরা হিসেবে সুস্থতার হার ৯২ দশমিক ৫৩।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৬৭জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৬২জন সুস্থ হয়েছেন এবং চারজন চিকিৎসাধীন ও একজন করোনায় মারা গেছেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের দিক থেকে রোগীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া, সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া, আক্রান্তদের মধ্যে অধিকাংশের জটিল কোনো উপসর্গ না থাকা ও তুলনামূলকভাবে এ উপজেলায় বয়স্ক ও শিশুরা কম আক্রান্ত হওয়ায় করোনা রোগীরা দ্রুত সেরে উঠছেন। জটিল কোনো উপসর্গ দেখা না দিলে চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করলে বাড়িতে থেকেই কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা সম্ভব। ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসাগ্রহণ ও সচেতনতার ফলে তারা দ্রুত সেরে উঠছেন। শুরুতে করোনা রোগীর সেরে ওঠার হার কম থাকলেও এখন দ্রুত সেরে ওঠার হার বাড়ছে।