নাটোরের বড়াইগ্রামে জামায়াতের জেলা সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের রাজাপুর জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটকরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেুকর রহমান, সাবেক জেলা সেক্রেটারি ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন ও সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক আতিকুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমীর রাজাপুর গ্রামের মাওলানা হাশেম আলী মীর ও চড়–ইকোল গ্রামের আব্বাস আলী মাস্টার, জামায়াত নেতা উপজেলার দাসগ্রাম এলাকার মাওলানা হাবিবুর রহমান, ধানাইদহ গ্রামের মাওলানা সোলায়মান হোসেন, বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের কোরবান আলী ও জুয়েল রানা, জামায়াতকর্মী বাজিতপুর গ্রামের হাসানুল বান্না, ইকড়ি গ্রামের আমজাদ হোসেন ও জয়নাল আবেদীন মাস্টার এবং বড়দেহা গ্রামের নবীর উদ্দিন মাস্টার।
এ ব্যাপারে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম জানান, আটকরা রাজাপুর জামে মসজিদে বসে সাংগঠনিক মিটিং করছিলেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে মসজিদের দরজায় তালা মেরে দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। পূর্বের কোনো মামলা না থাকা স্বত্ত্বেও বিনা অপরাধে তাদের আটকের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে আটক জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।