রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ অ্যালেক্সি নাভালনিকে যুক্তরাষ্ট্র সহায়তা করছে। যদি রাশিয়ার বিশেষ বাহিনী চাইতো তাহলে তিনি শেষ হয়ে যেতেন। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংবাদ সম্মেলনে নাভালনির নাম উল্লেখ না করে পুতিন বলেন, ওই যে রোগী যিনি বার্লিনের ক্লিনিকে ছিলেন তাকে মার্কিন গোয়েন্দা সংস্থা সহায়তা করে। যদি এমনটি হয় তাহলে অবশ্যই আমাদের বিশেষ বাহিনীরও তার ওপর নজর রাখতে হবে। কিন্তু এর মানে এই নয়, যে তাকে বিষ প্রয়োগ করতে হবে। যদি তাকে হত্যার করার ইচ্ছা থাকতো তাহলে এতদিনে তিনি শেষ হয়ে যেতেন।
গত ২০ অগাস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীন ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি। তার সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল।অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেওয়া হয়েছিল।পরে কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য বার্লিনে নেওয়া হয়।সেখানেই সুস্থ হয়ে উঠেন নাভালনি।