রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শিশু সোয়াইব হত্যা মামলার রায় আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের ৫ বছরের শিশু সোয়াইব হত্যা মামলার রায় আজ।

চাঞ্চল্যকর এ মামলায় ২৮ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালত আজ সোমবার রায়ের দিন ধার্য করেন।

দীর্ঘ ৭ বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করবেন আদালত।

সোয়াইব হত্যা মামলার ৯ আসামির মধ্যে ৩ জন কারাগারে রয়েছে। বাকি আসামিরা জামিনে রয়েছেন।

সোয়াইবের বাবা নাজমুল ইসলাম মাসুম বলেন, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে সোয়াইব তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে সোয়াইবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর সোয়াইবের বাবা তার ছেলেকে অপহরণের পর হত্যার বিষয়ে থানায় একটি মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English