প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গত মধ্য মার্চে স্থগিত হয়ে যায় দেশের নারী ফুটবল লিগ। দীর্ঘ প্রায় আট মাস পর ফের মাঠে গড়িয়েছে এই লিগ। শনিবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রিকোটেক্স নারী লিগের একমাত্র ম্যাচে বড় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশি বসুন্ধরা কিংস। এদিন তারা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে এফ সি উত্তরবঙ্গকে। বিজয়ী দলের হয়ে কৃষ্ণা রানী সরকার দু’টি, শিউলি, তহুরা, মনিকা, মুন্নি ও অধিনায়ক সাবিনা খাতুন একটি করে গোল করেন। আজ একই ভেন্যুতে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।