হুইল চেয়ারে বসে আছেন বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই, এমনই একটি ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে। এছাড়াও তার হুইল চেয়ারে বসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, মুম্বাই বিমানবন্দরে হুইল চেয়ারে বসে রয়েছেন ”কসম সে” খ্যাত অভিনেত্রী প্রাচী। হুইল চেয়ারে বসেই নিজের চারপাশে স্যানিটাইজার স্প্রে করছেন তিনি।
জিনিউজ জানিয়েছে, মুম্বাই ছেড়ে প্রাচী কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিংবা তার কী হয়েছে সেটাও বলেননি প্রাচী। তবে চোটের কারণেই মুম্বাই ছাড়ার আগে হুইল চেয়ারের সাহায্য নিয়েছেন এই নায়িকা। তবে নায়িকাকে হুইল চেয়ার ব্যবহার করতে দেখে শঙ্কিত হয়ে পড়েছেন তার ভক্তরা।
জনপ্রিয় ধারাবাহিক কসম সে-তে অভিনয়ের পর বলিউডে পা রাখেন প্রাচী দেশাই। ২০০৮ সালে ফারহান আখতারের সঙ্গে রক অন, ২০১৯ সালে লাইফ পার্টনার, ২০১০ সালে ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই, ২০১২ সালে বোল বচ্চনসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। বলিউডে একের পর এক সিনেমায় অভিনয় করলেও, কোনও এক অজ্ঞাত কারণে ইন্ডাস্ট্রি থেকে বলতে গেলে হারিয়েই গেছেন প্রাচী দেশাই।
এদিকে বলিউডে যখন থেকে ক্যারিয়ার গড়তে শুরু করেন প্রাচী দেশাই, সেই সময় জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন রটেছিল। তবে প্রাচী কিংবা রোহিত শেট্টি, কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কসম সে থেকে সরে আসার পর প্রাচীর সঙ্গে একতা কাপুরের দূরত্ব তৈরি হয় বলেও এক সময় শোনা যায়। তবে রোহিত শেট্টির কারণেই একতা কাপুরের সঙ্গে প্রাচী দেশাইয়ের বন্ধুত ফের আগের মতো হয়ে যায়।