শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নিউজিল্যান্ড সৈকতে আটকে মৃত্যু ১০০ তিমির

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে মারা গেছে ১০০ পাইলট তিমি। নিউজিল্যান্ডের ৫০০ মাইল পশ্চিমে এ দ্বীপপুঞ্জের অবস্থান। সেখানকার ওয়েইটাঙ্গি পশ্চিম সৈকতে তিমিগুলো আটকে পড়ে।

প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রবিবার এ ঘটনা সম্পর্কে তারা জানতে পারেন। এরপরেই চ্যাথাম দ্বীপপুঞ্জে হাজির হন তারা।

মোট ৯৭টি পাইলট তিমি এবং তিনটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। ওয়েইটাঙ্গির সৈকতটিতে পৌঁছে অল্পসংখ্যক তিমিকে জীবিত অবস্থায় পান তারা।
তিমিদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাইলট তিমি হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত একটি সামুদ্রিক প্রাণী। এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

দুই মাস আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ৩৮০ তিমির মৃত্যু ঘটেছিল। এটি বিশ্বের অন্যতম তিমি মৃত্যুর ঘটনা। একইভাবে দুই বছর আগে নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপে আটকে পড়ে ১৪৫ পাইলট তিমি মারা গিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English