শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

নিরাপত্তাকর্মী পদে বিড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

নিরাপত্তা বাহিনীতে কুকুরের যুক্ত হয়ে থাকে। কিন্তু খবর দিল অস্ট্রেলিয়ার একটি বিড়াল। দেশটির মেলবোর্নের রিচমন্ডের অ্যাপওর্থ হসপিটালে নিরাপত্তা দলে যুক্ত হয়েছে বিড়ালটি। নাম এলউড।

এনডিটিভির খবরে বলা হয়েছে, অধ্যবসায় থাকলে যে সফল হওয়া যায়, তার প্রমাণ রাখল এলউড। হাসপাতালের নিরাপত্তা দলে যুক্ত হওয়ার আগে বছরের বেশি সময় ধরে সেখানে ঘোরাঘুরি করেছে বিড়ালটি। অবশেষে বিড়ালটিকে চাকরি দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রাণীপ্রেমীরা এই খবর বেশ আনন্দের সঙ্গেই নিচ্ছে। অনেকই এলউডকে স্বাগত জানিয়েছেন। অনেকেই হাসপাতালের প্রশংসা করেছেন। এমনকি অনেকেই অসুস্থ হলে সেই হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে তার নাম দিয়েছে রোডেন্ট কন্ট্রোল অফিসার।

এলউড চাকরি পাওয়া নিয়ে মালিক কিশোর অ্যালেক্স উইলিয়াম জানিয়েছে, ৩ বছর ধরে বাড়ির পাশের ওই হাসপাতালে যাওয়া–আসা এলউডের। সেই থেকেই কর্মী ও হাসপাতালে আসা দর্শনার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এলউড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English