রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা থাকতেই লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

মাত্র দিন দুই আগে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেছিলেন, দুবাইয়ে অনুষ্ঠিত এবারের আইপিএলটা হতে পারত সাকিব আল হাসানের। তাকে পেলে সানরাইজার্স হায়দরাবাদ ফেবারিট হয়ে উঠত। আইসিসির কোপে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান যে বিশ্ব ক্রিকেটে কতটা আরাধ্য, সেটার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় ১ বছর নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। ২৯ অক্টোবর তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন। কিন্তু তার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম তালিকায় উঠে গেল সাকিবের নাম! প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই ফ্র্যাঞ্চাইজি আসর যেন বাংলাদেশের বাঁহাতি অল-রাউন্ডারকে ছাড়া ভাবতেই পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১ অক্টোবর হবে শ্রীলঙ্কার নতুন টুর্নামেন্টের অভিষেক আসরের নিলাম।

এশিয়ার মাঝে সবচেয়ে কম করোনা আক্রান্ত দেশগুলোর অন্যতম শ্রীলঙ্কা। তাই তারা মাঠে ক্রিকেট ফেরাতে শুরু করেছে। এ মাসেই বাংলাদেশ সেখানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। লঙ্কান প্রিমিয়ার লিগের এই নিলামে উঠবেন ১৫০ আন্তর্জাতিক ক্রিকেটার। সাকিবের পাশাপাশি বিশ্ব তারকাদের মধ্যে আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি। প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড় নিতে পারবে ১৩ জন করে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ১৯ সদস্যের।

গত আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিযোগিতাটি ৩ মাস পিছিয়ে যায়। নতুন সূচিতে টুর্নামেন্টটি আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৬ ডিসেম্বর। ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে- ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বামটোটা। করোনার কারণে বিদেশি ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনের আইন থাকলেও লঙ্কান ক্রিকেট তা ৭ দিনে নামিয়ে আনতে সরকারের কাছে সুপারিশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English