শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নেইমারকে ছাড়াই ব্রাজিলের অলিম্পিক দল

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
নেইমার

পাঁচ বছর আগে ব্রাজিলকে অলিম্পিক ফুটবলে সোনা জেতাতে বড় ভূমিকা ছিল নেইমারের। এবার টোকিও অলিম্পিকেও নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছিল ব্রাজিলের মানুষ। কিন্তু কাল দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছেন কোচ আন্দ্রে জারদিনে।

আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড় ছাড়ার বিষয়টি অবশ্য নির্দিষ্ট ওই খেলোয়াড়ের ক্লাবের ওপরও অনেকটা নির্ভর করে। তবে পিএসজির ফরোয়ার্ড নেইমারকে বাদ দিয়ে দল দেওয়ার সে রকম কোনো ব্যাখ্যা দেননি ব্রাজিল অলিম্পিক দলের কোচ জারদিনে। নেইমারের মতো ব্রাজিলের অলিম্পিক দলে নেই পিএসজির আরেক ফুটবলার মার্কিনিওস। রিও অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল দলে ছিলেন তিনিও।

নেইমার–মার্কিনিওস না থাকলেও জারদিনে দলে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজকে। বার্সেলোনা ও সাও পাওলোর সাবেক তারকা হাঁটুর চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না। জারদিনের আশা, জার্মানির বিপক্ষে ২২ জুলাই ব্রাজিলের প্রথম ম্যাচের আগে সেরে উঠবেন আলভেজ।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সমন্বয়ক ব্রাঙ্কো নেইমারের বিষয়ে বলেছেন, ‘নেইমার আমাদের জন্য উদাহরণীয় একজন খেলোয়াড়…সে জাতীয় দলের অসাধারণ একজন নেতা। আমরা তাকে পাওয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু তাকে দলে নিতে পারিনি।’
অলিম্পিক ফুটবলে সাধারণত যেকোনো দেশের অনূর্ধ্ব–২৩ দল খেলে। তবে দলগুলো চাইলে ৩ জন বেশি বয়সী খেলোয়াড় নিতে পারে।

ব্রাজিলের অলিম্পিক দল

গোলকিপার: সেইন্তস, ব্রেন্নো।

ডিফেন্ডার: দানি আলভেজ, গাব্রিয়েল মেনিনো, গিলহেরমে আরানা, গাব্রিয়েল গুইমারেস, নিনো, দিয়েগো কার্লোস।

মিডফিল্ডার: দগলাস লুইস, ব্রুনো গুইমারেস, গারসন, ক্লদিনিও, ম্যাথুস হেনরিক।

ফরোয়ার্ড: ম্যাথুস কুনহা, ম্যালকম, পাউলিনহো, পেতের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English