২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সাও পাওলোয় ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় শনিবার ভোরে। এ ম্যাচে ব্রাজিল তারকা নেইমারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কাল ব্রাজিলের অনুশীলনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পিএসজি ফরোয়ার্ড। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে সন্দেহ আছে।
ব্রাজিলের অনুশীলনে পুরো সময় থাকতে পারেননি নেইমার। একটু আগেভাগেই অনুশীলন ছেড়ে যান তিনি। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তেরেসপলিসে অনুশীলন মাঠে সংবাদমাধ্যমকে জানান, নেইমার এর মধ্যে চিকিৎসা শুরু করলেও ম্যাচের আগে তাঁর সুস্থতা নিয়ে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। লাসমার বলেন, ‘আজ (কাল) অনুশীলনে নেইমার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসা শুরু হয়েছে। আমরা আজ সাও পাওলোতে যাব, সে (নেইমার) চিকিৎসাধীন থাকবে।’