প্রতি বছর এইচএসসির ফল ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস থাকলেও এবার তার ভিন্ন চিত্র দেখা গেছে।
ফল ঘোষণার পর সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা শূন্য।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের ফল জানার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ঘরে বসেই শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে মূল্যায়নের ফল জানতে পেরেছে।