রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন তাপসী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

বি টাউনের চলমান বিতর্ক থেকে বহু দূরে মালদ্বীপে প্রকৃতির মাঝে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘদিন লকডাউন পর্ব কাটিয়ে নিজের মনকে খানিকটা সতেজ করতেই মালদ্বীপের উড়ে গিয়েছেন তিনি। আর সেখান থেকে ভক্তদের জন‍্য শেয়ার করছেন একের পর এক ছবি।

গেল কয়েকদিন আগে বোন সাগুন পাণ্ডের সঙ্গে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন তাপসী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নানা মুহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। কখনো সুইমিং পুলে নীল বিকিনি পরে ব্রেকফাস্ট উপভোগ করছেন, আবার কখনো বা কালো বিকিনিতে সৈকতে ঘন্টা বাজিয়ে চলতি বছরকে বিদায় জানাতে দেখা যাচ্ছে তাপসীকে। কেননা এই বছরটা যে খুবই খারাপ সময়ের মধ‍্যে দিয়ে গেছে সেটাই হয়তো জানাতে চেয়েছেন তিনি।

তবে মালদ্বীপের ঘন্টা বাজিয়েই যদি ২০২০ সালকে বিদায় জানাতে পারতেন তাহলে খুব ভালো হত বলে মনে করেন তাপসী পান্নু। অভিনেত্রীর ছবিগুলো প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। নায়িকার বিকিনি পড়া হট অবতারের ছবি হাতে পেয়ে দারুন উচ্ছ্বসিত তাপসী ভক্তরা। বলাবাহুল্য তাপসীর সাহসী বোল্ড লুকে রীতিমতো মুগ্ধ আট থেকে আশি।

কাজের ক্ষেত্রে তাপসী পান্নুকে ‘সান্ড কি আঁখ’ সিনেমায় সবশেষ দেখা গিয়েছে। এছাড়া দ্রুতগতির নারী রেশমির জীবন নির্ভর সিনেমা ‘রেশমি রকেট’-এ নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি তামিলের ‘জানা গানা মানা’ এবং দেবুতান্তু দীপকের আগামী সিনেমাতে অভিনয় করবেন এই চিত্রতারকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English