সংসদে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রোববার ইসরায়েলি সাংসদরা নেতানিয়াহুর সরকার ক্ষমতায় থাকবে কি-না সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন।
আস্থা ভোটে হেরে গেলে নেতানিয়াহুর টানা এক যুগের ক্ষমতার অবসান ঘটবে। স্পিকার ইয়ারিভ লেভিন মঙ্গলবার একথা জানান। খবর এনডিটিভির।
নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত স্পিকার লেভিন এক বিবৃতিতে জানান, আগামী ১৩ জুন রোববার নতুন সরকার ক্ষমতায় আসবে কি-না সে ব্যাপারে বিশদ আলোচনা এবং পরে ভোটের মাধ্যমে সাংসদদের মতামত যাচাই করা হবে। এজন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।
ভোটে যদি নেতানিয়াহুর আট দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তার নেতৃত্বাধীন ডানপন্থি জোটটি ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। নেতানিয়াহু অবশ্য গত সপ্তাহে বামপন্থি জোটকে দেশের জন্য ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে ডানপন্থি মিত্রদের তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
নেতানিয়াহুবিরোধী ব্লকটিতে আরব ইসলামী রক্ষণশীল দলসহ তিনটি ডানপন্থি, দুটি মধ্যপন্থি এবং দুটি বামপন্থি দল রয়েছে।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ভোটে হেরে গেলে তার ডানপন্থি প্রতিপক্ষ নাফতালি বেনেট আগামী দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর ক্ষমতায় আসবেন জোটের মধ্যপন্থি নেতা স্থপতি ইয়ার ল্যাপিড।