শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নোম্যাডল্যান্ডের অস্কার জয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
নোম্যাডল্যান্ডের অস্কার জয়
THE OSCARS® - The 93rd Oscars will be held on Sunday, April 25, 2021, at Union Station Los Angeles and the Dolby® Theatre at Hollywood & Highland Center® in Hollywood, and international locations via satellite. "The Oscars" will be televised live on ABC at 8 p.m. EDT/5 p.m. PDT and in more than 200 territories worldwide. (AMPAS/ABC) CHLOÉ ZHAO

অশ্বেতাঙ্গ নারী নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ এবারের অস্কার জিতে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন শহরে রোববার বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসর বসে।

সেখানে ঘোষণা করা হয় চলচ্চিত্রের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম, যে তালিকায় এবার ব্রিটিশ শিল্পীদেরই জয়জয়াকার।

নোম্যাডল্যান্ডের জন্যই সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন ক্লোয়ি ঝাও। অশ্বেতাঙ্গ কোনো নারী পরিচালকের এটাই প্রথম অস্কার, শুধু নারী হিসেবে দ্বিতীয়।

অস্কার হাতে টিম নোম্যাডল্যান্ড: পিটার স্পিয়ার্স, ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, ক্লোয়ি ঝাও, মলি অ্যাশার ও ড্যান জানভেঅস্কার হাতে টিম নোম্যাডল্যান্ড: পিটার স্পিয়ার্স, ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, ক্লোয়ি ঝাও, মলি অ্যাশার ও ড্যান জানভেসেই সঙ্গে নোম্যাডল্যান্ডে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। এটা তার তৃতীয় অস্কার।
সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন অশীতিপর অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স। দ্য ফাদার চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

ড্যানিয়েল কালুইয়া সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহর জন্য। এই ছবির সব পাত্র-পাত্রী কলাকুশলী কৃষ্ণাঙ্গ, অস্কারের ইতিহাসে যা প্রথম।

নোম্যাডল্যান্ডের বিলবোর্ডনোম্যাডল্যান্ডের বিলবোর্ডঅন্য ব্রিটিশ অস্কারজয়ীর মধ্যে রয়েছেন সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কৃত এমারেল্ড ফেনেল।
সেরা সহ-অভিনেত্রী হয়েছেন ইউ-জুং ইউন। অভিনয়ের জন্য দক্ষিণ কোরিয়ার কোনো শিল্পীর এটাই প্রথম অস্কার জয়।

সেরা অ্যানিম্যাটেড চলচ্চিত্র ও সেরা মৌলিক সংগীতের জন্য অস্কার পেয়েছে ‘সোল’।

এবারের অস্কার বর্ণ বৈচিত্র্যের দিক থেকে ছিল সেরা। বিভিন্ন বিভাগে মনোনয়নীত ২০ জনের মধ্যে নয় জন ছিলেন বিভিন্ন বর্ণের। শ্বেতাঙ্গ বাদে অন্য বর্ণের শিল্পীদের এত মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English