মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

নোয়াখালী জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭অক্টোবর) সকালে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এবং দুপুরে সুধারাম মডেল থানার আয়োজনে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে এ দুটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। সমাবেশে বিভিন্ন বাহিনীর সদস্য, ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিআইজি আনোয়ার হোসেন বলেন, একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা কেবল পুলিশ প্রশাসনকে নয়, পুরো জাতিকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। এ ঘটায় জড়িতদের প্রত্যেকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English