নোয়াখালীর চাটখিল উপজেলার বদরকোট ইউনিয়ন থেকে আবদুল মালেক (৩৬) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ বদলকোট এলাকার ছোট মোল্লা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবদুল মালেক ওই গ্রামের আবু তাহেরের ছেলে। দেড় বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসী মালেক মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিক তিনি আত্মহত্যার কারণ জানাতে পারেননি।