নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগে একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় (কল্যান্দী) হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত এ দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।