শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আবুল হাসেম শাকিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত ও দ্বীন মোহাম্মদ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনায় পিকআপটি আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের কবিরহাট সরকারি হাসপাতাল (পুরনো ভবন) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম শাকিল বাটইয়া ইউনিয়নের চাঁনপুর শাহ গ্রামের রিয়াজ উদ্দিন মুন্সি বাড়ির আবুল খায়েরের ছেলে। সে কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভূঁইয়ারহাট বাজার থেকে কবিরহাট বাজারের উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি ছেড়ে আসে। সিএনজিটি কবিরহাট উত্তর বাজারের সরকারি হাসপাতালের পুরনো ভবনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজিতে থাকা যাত্রী আবুল হাসেম শাকিল ঘটনাস্থলে নিহত ও দ্বীন মোহাম্মদ নামের এক যাত্রী আহত হন।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজির বিপরীত দিক থেকে আসা পিকআপটি হঠাৎ করে মোড় নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিকআপ গাড়িটি আটক করা হয়েছে। ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English