শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

নোয়াখালীর চাটখিল উপজেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক দিনে আরো ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১১৪ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৪০ জন, মৃত্যু হয়েছে ৫৩ জনের ও সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন। এ যাবৎ মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১২ হাজার ২৪২ জনের, প্রাপ্ত ফলাফল ১২ হাজার ১২৩ জনের। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯০৭ জন।
নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য হচ্ছে সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩০, বেগমগঞ্জ ৬৮৬, চাটখিলে ১৪৪, সোনাইমুড়ীতে ১৩৩, কবিরহাটে ২৭১, কোম্পানীগঞ্জে ১৪৪, সেনবাগে ১০৬, হাতিয়া ৬২ ও সুবর্ণচরে ১৬৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English