নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ন্যায্যমূল্যের ওষুধের দোকান আল-আমিন ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে মশিউর (২৫) নামে ফার্মেসি কর্মচারী আহত হন। বুধবার ভোরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ফার্মেসিতে থাকা দেশি-বিদেশি ওষুধসহ সার্জিক্যাল যন্ত্রপাতি ও সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়। সংবাদ পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের টিম দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আল-আমিন ফার্মেসির পরিচালক গোলাম মর্তুজা মুন্না দাবি করেন, তার ফার্মেসিতে থাকা প্রায় চার কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সুধারাম থানার ওসি মো. নবীর হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।