পঞ্চম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ৩১ পৌরসভা নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শনিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সভায় চারটি উপজেলা- রাজশাহীর পবা, ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী ও কুমিল্লার দেবিদ্বার এবং তিনটি ইউনিয়ন পরিষদ- পটুয়াখালীর ডালবুগঞ্জ, ফরিদপুরের গেরদা এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন নির্বাচনের প্রার্থীও চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ৩১ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
পঞ্চম ধাপে যে ৩১ পৌরসভায় ভোট নেয়া হবে সেগুলো হলো- চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি এবং ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর।
আরো ভোট হবে লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।
এর আগে গেল বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪, গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬০ ও আজ ৩০ জানুয়ারি তৃতীয় পর্যায়ে ৬৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থ দফায় ৫৬ পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।