শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে কোভিডে আক্রান্ত আরও ২৯ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
বাউফলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটুয়াখালী জেলায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৫২। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলায় বুধবার আরও ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। কোভিড-১৯ রোগে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় নতুন করে যে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, বাউফল উপজেলায় ৭ জন, দুমকি উপজেলায় ৫ জন, কলাপাড়া উপজেলায় ৩ জন, মির্জাগঞ্জ উপজেলায় ৩ জন, গলাচিপা উপজেলায় ১ জন ও দশমিনা উপজেলায় ১ জন রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বুধবার পর্যন্ত জেলায় ৫ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তার মধ্যে ৭৫২টি প্রতিবেদন পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন এবং বাড়িতে আইসোলেশনে আছেন ৪৩৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English