মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

পটুয়াখালীতে বিএনপির সংবর্ধনায় সন্ত্রাসী হামলা, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৯ জন নিউজটি পড়েছেন

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকালে শহরের পুরানবাজার এলাকায় খান মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভা চলাকালে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে সভা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা।

এ সময় হামলাকারীরা সভাস্থলে ভাংচুর চালায় এবং বিএনপি নেতাকর্মীদের লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে সভাস্থল থেকে বের করে দেয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিকে পটুয়াখালী সদর উপজেলা ও দুমকী উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। রোববার বিকাল ৫টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী লাঠি ও লোহার পাইপ নিয়ে সভাস্থলে প্রবেশ করে সভায় যোগদানকারীদের ওপর হামলা চালায় এবং চেয়ার ভাংচুর করে। এ সময় সভায় যোগদানকারীদের পিটিয়ে সভাস্থল থেকে বের করে দিয়ে সভা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার জন্য ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মীর নেতৃত্বে তাদের শান্তিপূর্ণ সভার ওপরে হামলা চালিয়ে সভা পণ্ড করা হয়েছে বলে জানান দলের সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। তিনি আরও জানান, তার দলের কমপক্ষে ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। যাদের মধ্যে ছাত্রদলকর্মী শাকিল, রাফি, তাহের এবং মৎস্য দলের বাবুলসহ একাধিক নেতাকর্মী রয়েছেন। তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English