রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

পদত্যাগ করবেন ইন্টেলের সিইও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

চিপ নির্মাতা কোম্পানি ইন্টেলের সিইও বব সোয়ান আগামী ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করবেন। তার জায়গায় ভিএমওয়্যারের সিইও প্যাট জেলসিঙ্গারকে নিযুক্ত করছে ইন্টেল।

ইন্টেল জানিয়েছে, ক্ষমতার পালা বদলের সঙ্গে কোম্পানিটির চতুর্থ প্রান্তিকের পারফর্মেন্সের কোনো সম্পর্ক নেই। তাদের উদ্ভাবিত ৭ ন্যানোমিটার চিপের ব্যবসা ভালোভাবেই চলছে।

মূলত এনভিডিয়া ও এএমডির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে উত্পাদনে গতি আনতে চায় ইন্টেল। বাজারে এআরএম-ভিত্তিক প্রসেসর যেমন অ্যাপলের এম১ চিপের সঙ্গেও তাদের প্রতিযোগিতা চলছে।

বব সোয়ানকে ইন্টেলের সিইও নিযুক্ত করা হয় ২০১৯ সালে। তিনি ইন্টেলকে অনেক কঠিন সময় পার করতে সাহায্য করেছেন।

অন্যদিকে, ভিএমওয়্যারের সিইও জেলসিঙ্গার ইন্টেলেরই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইন্টেলে তিনি চাকরি করেন ৩০ বছর। ভিএমওয়্যারে তিনি যোগ দেন ২০১২ সালে। কোম্পানিটির ব্যবসা বৃদ্ধিতে তিনি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাবলুএস) এর সঙ্গে চুক্তি করেন।

ভিএমওয়্যারের সিংহভাগ ব্যবসার মালিক ডেল টেকনোলজিস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English