শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯৩ ভাগ শেষ হয়েছে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
নদীতে পড়ে নিখোঁজ পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী

দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা ৯৩ ভাগের বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ বলে জানান তিনি।

আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন। এ সময় তিনি বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ওবায়দুল কাদের আরও জানান, গতকাল শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন,আগামী বছর জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সরকার এ সেতুকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English