সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসতে পারে কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর স্প্যান বসানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল শনিবার সকালে সেতুর ৪ ও ৫ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসানো হবে বলে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ নিয়ে ৩২টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হবে। এটি বসানোর পর সেতুর ৪৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৪৬৫০ মিটার অংশ দৃশ্যমান হয়। এরপর বর্ষাকাল আসায় পদ্মা নদীতে তীব্র স্রোত, ভাঙন ও ঢেউয়ের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ থাকে। তবে গত কয়েক দিন ধরে পরিস্থিতি অনুকূল থাকায় ৩২তম স্প্যান বসানোর সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। গত কয়েক দিন ট্রায়াল দেওয়া হয়। চলতি মাসে মাওয়া প্রান্তে ৩ ও ৪ এবং ৭ ও ৮ নম্বর স্প্যান বসানো হতে পারে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English