রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

পদ্মা সেতু চালু হলে বরিশাল বদলে যাবে: জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বরিশালের নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছেন, পদ্মা সেতু চালু হলে বরিশাল বদলে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের উন্নয়নের বিষয়ে খুবই আন্তরিক।

তিনি বলেন, বরিশালের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের কার্যক্রম চলছে। এজন্য মাঠ পর্যায়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়। এখানে সব ধরনের উন্নয়ন হবে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে। বরিশালে যোগদানের পর মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এসব কথা বলেন।

চলমান উন্নয়ন অগ্রযাত্রায় তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহায়তা কামনা করেন তিনি আরও বলেন, বরিশালের উন্নয়নে ১০ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে ‘টিম বরিশাল’ গঠন করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। বরিশালের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় আরও মনোযোগী হওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম কর্মীদের কাজে সর্বাত্মক সহযোগীতা করবো। বরিশালের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি রক্ষার উদ্যেগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। বরিশালে সেবা দিতে এসেছেন জানিয়ে তিনি বলেন, যতদিন বরিশালে থাকব ততদিন শতভাগ উজার করে মানুষের সেবা করে যাব।

প্রশাসনের ভালোমন্দ সব ধরনের খবর পরিবেশনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কখনও ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে তিনি সচেষ্ট থাকবেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এস এম ইকবাল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি, সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, বাংলাদেশ প্রতিদিনের রাহাত খান, এটিএন বাংলার হুমায়ন কবীর, ডেইলি ষ্টারের সুশান্ত ঘোষ, আলোকিত বাংলাদেশের ব্যুরো চীফ খান রফিক, যমুনা টেলিভিশনের কাওসার হোসেন, বৈশাখী টেলিভিশনের মিথুন সাহা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English